হলধর দাস শুক্রবার (২১ জুন) নরসিংদী সদরের ঘোড়াদিয়া গ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে ২১ জুন তারিখে নরসিংদী সদরের ঘোড়াদিয়া গ্রামের বাসিন্দা শহীদ মুরারী মোহন সাহা সহ মোট ১৪ জনকে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসরদের সহযোগিতায় নরসিংদী শহরে টেলিফোন এক্সচেঞ্জে স্থাপিত মিলিটারি ক্যাম্পে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে। পরে তাদেরকে মদনগঞ্জ রেলওয়ে সড়কের ৫নং ব্রিজে ও শীলমান্দির বিলপাড়ে নিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করে ।
দিবসটি স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও শহীদ মুরারী মোহন সাহার বাড়িতে স্মরণ সভা ও শহীদ আত্মার শান্তি কামনায় ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হয়।
শিক্ষক রমজান আলী মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ফুটবলার স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুভাষ সাহা, শিক্ষক মোঃ নাসির উদ্দীন, চিনিশপুর ইউনিয়ন পরিষদের সদস্য নারায়ণ চন্দ্র সাহা, শহীদ মুরারী মোহন সাহার পুত্র বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।